মুকসুদপুর (গোপালগঞ্জ) উপজেলা সংবাদদাতা
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় কেরাম খেলাকে কেন্দ্র করে বিবাদে রামদায়ের কোপে ১ জন নিহত হয়েছে। এ সময় ১ জনকে গ্রেফতার ও জিজ্ঞাসাবাদের জন্য ২ মহিলা আটক করা হয়েছে। এলাকাবাসী সূত্রে জানা যায়, গত সোমবার উপজেলার গোবিন্দপুর গ্রামে কেরাম খেলাকে কেন্দ্র করে একই গ্রামের সৈয়দ আলী শেখের ছেলে রাজীব শেখ (২৬) ও হাফেজ উদ্দিন (৩০)-এর মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দু’জনের মধ্যে হাতাহাতি হলে রাজীবের মোবাইল ফোন পানিতে ফেলে দেয় হাফেজ উদ্দিন। সন্ধ্যার পরে ওই ঘটনাকে কেন্দ্র করে হাফেজ উদ্দিনকে রামদা দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করে। মারাত্মক জখম অবস্থায় হাফেজ উদ্দিনকে ফরিদপুর মেডিকেলে নিয়ে গেলে রাত সাড়ে ১২টার দিকে সে মারা যায়। এ ঘটনায় জড়িত থাকায় অভিযোগে গতকাল মঙ্গলবার সকালে রাজিবকে গ্রেফতার করা করে পুলিশ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন