শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

মায়ের সামনে মেয়ের উপর পাশবিক নির্যাতন

প্রকাশের সময় : ২২ জুন, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার, সাভার থেকে
সাভারের কাউন্দিয়ায় মায়ের সামনে মেয়ে (১৯)-এর পাশবিক নির্যাতন চালিয়েছে বখাটে যুবকরা। এ সময় মা বাধা দিতে গেলে বখাটেরা তাকেও পিটিয়ে আহত করে। সোমবার গভীর রাতে সাভারের কাউন্দিয়া এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। নির্যাতিতার মা জানায়, সাভারের কাউন্দিয়া এলাকায় তার মেয়ে ও মেয়ের স্বামীকে সাথে নিয়ে আলাউদ্দিনের বাড়িতে ভাড়া থাকেন তারা। তবে তার মেয়ের স্বামী বেশিরভাগ সময়ই বাড়ির বাইরে থাকেন। আর এরই সুবাধে সোমবার গভীর রাতে ওই এলাকার আসাদ, রনি, জাফর ও হোসেন নামের চার বখাটে তাদের বাড়িতে প্রবেশ করে। এ সময় বখা+েটরা মায়ের সামনেই তার মেয়েকে ধর্ষণের চেষ্টা চালায়। এক পর্যায়ে তারা মেয়ের শরীরের বিভিন্ন জায়গায় আঘাত ও পাশবিক নির্যাতন চালায়। এ সময় তার মা বাধা দিতে গেলে বখাটেরা তাকেও পিটিয়ে আহত করে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন