শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

মাদকদ্রব্যসহ আনসার সদস্য আটক কমান্ডার পলাতক

প্রকাশের সময় : ২২ জুন, ২০১৬, ১২:০০ এএম

তানোর (রাজশাহী) উপজেলা সংবাদদাতা

রাজশাহীর তানোর থানা পুলিশ মাদকবিরোধী অভিযানে আনসার ভিডিপির সদস্য সিয়াজ উদ্দীন (৪০)-কে হেরোইন ও ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেছেন। তবে নাটের গুরু আনসার-ভিডিপি কমান্ডার সেকেন্দার আলী কৌশলে পালিয়ে গেছে। আটককৃত সিরাজ উদ্দীন তানোর পৌর সদরের ঠাকুর পুকুর গ্রামের বাসিন্দা কছিমুদ্দীনের পুত্র। এদিকে সিরাজ উদ্দীনের আটকের খবরে সাধারণের মধ্যে স্বস্তি বিরাজ করছে ও পুলিশের অভিযানকে সাধুবাদ জানিয়েছে। পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে তানোর থানার এসআই রুবেল ও এএসআই হাফিজুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে সিরাজ উদ্দীনের নিজ বাড়ী থেকে ১৩০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৩০ গ্রাম হেরোইনসহ তাকে হাতেনাতে গ্রেফতার করে। কিন্তু নাটের গুরু আনসার-ভিডিপি কমান্ডার সেকেন্দার আলী কৌশলে পালিয়ে যায়। এ ঘটনায় পুলিশ তানোর থানায় মাদকদ্রব্য আইনে মামলা করেছে। তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) মির্জা আব্দুস সালাম জানান, তিনি তানোর থানায় যোগদানের পর গোপন সংবাদের মাধ্যমে জানতে পেরেছেন আনসার-ভিডিপি কমান্ডার সেকেন্দার আলী দীর্ঘদিন ধরে মাদকের ব্যবসা করে আসছে। তিনি বলেন, তাই আমরা মাদকবিরোধী অভিযান তার বাড়ী থেকে শুরু করেছি, অল্পের জন্য তাকে গ্রেফতার করতে পারিনি তাকে গ্রেফতারের অভিযান চলছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন