শুক্রবার সকাল সাড়ে ১১টায় নরসিংদীর পলাশে ট্রলির নিচে পড়ে রবিন মিয়ার (১৭) নিহত হয়েছে। নিহত রবিন মিয়া নরসিংদী সদর উপজেলার বেলাব গ্রামের সোলায়মান মিয়ার ছেলে।
জানা যায়, নিহত রবিন ডাংগা ইউনিয়নের ইসলামপাড়া গ্রামে নানার বাড়িতে থাকতো। সেখানে থেকে ট্রলি গাড়ির হেলপার হিসেবে কাজ করে আসছিল। শুক্রবার সকালে ইসলামপাড়া গ্রামের নয়ন মিয়ার ছেলে লাবন মিয়ার ইটবোঝাই ট্রলি গাড়িতে হেলপারের দায়িত্বে ছিল রবিন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন