শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

ট্রলিসহ ট্রাক্টর চুরি

প্রকাশের সময় : ১৫ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ফুলবাড়ী (দিনাজপুর) উপজেলা সংবাদদাতা

ফুলবাড়ীতে শিবনগর ইউনিয়নের ধাপের বাজার মোড় থেকে রাস্তার পাশে রেখে যাওয়া একটি টলিসহ ট্রাক্টর চুরি হয়েছে। চুরি হওয়া দোলন মনি পরিবহন নামের আইসার-২ ট্র্যাক্টরটির মালিক উপজেলার শিবনগর ইউনিয়নের দোদিপুকুর গ্রামের রিয়াজুল ইসলাম। রিয়াজুল ইসলাম জানান, প্রতিদিনের ন্যায় রোববার রাতে ট্র্যাক্টরটি বড়পুকুরিয়া কয়লা খনি এলাকার ধাপের মোড় নামকস্থানে মেইনরোডের পাশে রাখা হয়। গতকাল সোমবার সকালে এসে তিনি দেখতে পান তার ট্র্যাক্টরটি নেই। এরপর নাইটগার্ড কুকিল চন্দ্রকে ট্রাক্টরের মালিক জিজ্ঞাসা করলে সে জানায়, প্রতিরাতে এখানে ৬ থেকে ৭টি ট্র্যাক্টর রাখা হয়। কখন কোন ড্রাইভার এসে কোন গাড়ি নিয়ে যায় তা বোঝা মুশকিল। তবে রাত আনুমানিক ৩টায় কে বা কাহারা এসে ওই ট্র্যাক্টরটি চালু করে নিয়ে যায়। বড়পুকুরিয়া পুলিশ ফাড়ির ইনচার্জ মোঃ ফেরদৌস আলম জানান, টলিসহ ট্র্যাক্টর চুরির ঘটনাটি মৌখিক ভাবে শুনেছি। ট্র্যাক্টর মালিকরা কোন নিয়োমনীতি না মেনে যত্রতত্র ট্যাক্টর পার্কিং করে। যার ফলে কোন ড্রাইভার কখন ট্র্যাক্টর নিয়ে যাচ্ছে তা বোঝা যায় না। তারপরও খোঁজা খবর চলছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন