ল²ীপুরের রামগতিতে ঘূর্র্ণিঝড় বুলবুলের প্রভাবে ক্ষতিগ্রস্থদের মাঝে কেন্দ্রীয় ছাত্রলীগের পক্ষ থেকে ত্রাণ বিতরন ও চিকিৎসা সহায়তা প্রদান করা হয়েছে। গত শুক্রবার বিকালে রামগতি উপজেলা ছাত্রলীগের আয়োজনে ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাব, বৃষ্টিপাতে ও প্রবল ঝড়ে অর্ধশত ছোট বড় কাঁচা ঘর বিধস্ত এবং কৃষি ক্ষেত নষ্ট হওয়ায় ক্ষতিগ্রস্থদের মাঝে চাল, নগদ টাকা ও চিকিৎসা সহায়তা দেয়া হয়। উপজেলার চর আলগী ইউনিয়নসহ বিশেষভাবে ক্ষতিগ্রস্ত কয়েকটি এলাকায় নেতৃবৃন্দ ত্রাণ বিতরণ করেন। ত্রাণ বিতরণে কেন্দ্রীয় ছাত্রলীগের টিমের সদস্যরা হলেন কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক তাহসান আহমেদ রুবেল, সাংগঠনিক সস্পাদক নাজিম উদ্দিন, কর্মসূচি ও পরিকল্পনা বিষয়ক উপসম্পাদক আল মামুন, জেলা ছাত্রলীগের সভাপতি শাহাদাত হোসেন শরীফ, সাধারণ সম্পাদক জিয়াউল করিম নিশান। এ সময় উপস্থিত ছিলেন জেলা আ.লীগের সাধারণ সম্পাদক নুর উদ্দিন চৌধুরী নয়ন, কেন্দ্রীয় আ.লীগের যুব ও ক্রিয়া উপকমিটির সদস্য আবদুজ জাহের সাজু, জেলা কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক আ. মতলব, উপজেলা আ.লীগের যুগ্ন সাধারন সম্পাদক জাকির হোসেন লিটন চৌধুরী, আ.লীগ নেতা আশ্রাফ আলী চৌধুরী সারু,আজাদ উদ্দিন চৌধুরী, ভাইস চেয়ারম্যান রাহিদ হোসেন, উপজেলা যুবলীগের আহবায়ক মেজবাহ উদ্দিন ভিপি হেলাল, যুগ্ম আহবায়ক শাহ রাকিব হোসেন, উপজেলা ছাত্রলীগের আহবায়ক আকবর হোসেন সুখী প্রমুখ। এসময় নেতৃবৃন্দ বলেন, ঘূর্র্ণিঝড় বুলবুলের প্রভাব, বৃষ্টিপাত ও ঝড়ো বাতাসের ফলে এ অঞ্চলের সহস্রাধিক লোক ক্ষতিগ্রস্থ হয়। শতাধিক কাঁচা ঘর বিধস্ত হয় এবং চরাঞ্চলের বাথান মালিকদের বেশি কিছু ভেড়া ও একটি গরু মারা যায়। এছাড়া পাকা আমন এবং শীতকালীন সবজির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এ সমস্ত ক্ষতিগ্রস্তদের মাঝে সরকার ত্রাণ পৌঁছে দিচ্ছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন