শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

চোরাকারবারীদের কাছ থেকে উদ্ধারকৃতপেঁয়াজ সিলেট নিলামে উঠছে আজ

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ১৭ নভেম্বর, ২০১৯, ৩:১৮ পিএম

নিলামে উঠছে সিলেটে চোরাই পথে আসা উদ্ধারকৃত পেঁয়াজ। আজ (রবিবার) বিকাল তিনটায় শাহপরাণ থানার সামনে এই নিলাম হচ্ছে-এমনটি জানিয়েছেন শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল কাইয়ুম চৌধুরী। শুক্রবার সিলেট শহরতলীর বটেশ্বর বাইপাস এলাকায় র‌্যাব-৯ পরিচালিত একটি অভিযানে উদ্ধার করা হয় এই পেঁয়াজ গুলো। পেঁয়াজগুলো ভারত থেকে তামাবিল বর্ডার হয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করে। এ সময় আমদানির কাগজ দেখাতে না পারায় ট্রাক ও পেঁয়াজ উদ্ধার সহ আটক করা হয় দুই জনকে। আটককৃতরা হচ্ছেন সিলেটের গোয়াইনঘাট এলাকার মিত্রাকেল গ্রামের বাসিন্দা আবদুল হকের পুত্র লায়েছ উদ্দিন ও রাজশাহী এলাকার গোয়ালীয়া থানার আরমান আলীর পুত্র মো. মিরাজ আলী। তারা ঢাকায় নিয়ে যাচ্ছিল বলে জানিয়েছে। তবে ভারত থেকে বাংলাদেশে কিভাবে আসল আর কারা কারা জড়িত এমন তথ্য উদঘাটনে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। র‌্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. মনিরুজ্জামান জানান, আনুমানিক প্রায় সাড়ে ৯ লাখ টাকা মুল্যের ৭ হাজার ২০০ কেজি পিয়াজ দেশের ভেতরে নিয়ে এসেছিল চোরাকারবারিরা।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন