শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

বাগমারায় চলছে আয়কর মেলা

বাগমারা (রাজশাহী) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৮ নভেম্বর, ২০১৯, ১২:০২ এএম

রাজশাহীর বাগমারায় গতকাল রোববার সকালে বাগমারা উপজেলা পরিষদ মিলনায়তনে উপকর কমিশনার কার্যালয় সার্কেল-২২ (ভবানীগঞ্জ) কর অঞ্চল রাজশাহী আয়োজিত দুই দিন ব্যাপি আয়কর মেলা ২০১৯ এর উদ্বোধন করেন মুঠোফোনে প্রধান অতিথির হিসেবে বাগমারা আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক। কর অঞ্চল রাজশাহীর উপকর কমিশনার নবাব সিরাজ উদ দৌলার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে আয়কর মেলায় বক্তব্য রাখেন রাজশাহীর কর কমিশনার ইবনে খলিলুল্লাহ আহসান, ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী, ভবানীগঞ্জ বণিক সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম হেলাল, বণিক সমিতির সদস্য আব্দুস সামাদ, প্রভাষক কামাল হোসেন, হাফিজুর রহমান, উপকর কমিশনার কার্যালয় সার্কেল-২২ (ভবানীগঞ্জ) জাহাঙ্গীর আলম, প্রধান সহকারী কাঞ্চন কুমার প্রাং, কর্মকর্তা মুর্তজা পারভেজ প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ বেতার রাজশাহী কেন্দ্রের উপস্থাপক শহীদুল হক সোহেল। উক্ত আয়কর মেলায় উপজেলার করদাতাগণ উপস্থিত ছিলেন। পরে ফিতা কেটে দুই দিন ব্যাপি আয়কর মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উপকর কমিশনার কার্যালয় সার্কেল-২২ (ভবানীগঞ্জ) কর অঞ্চল রাজশাহী সূত্রে জানা গেছে ২০১৮-১৯ কর বর্ষে বাগমারায় আয়কর আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ৬ কোটি টাকা। আদায় হয়েছে ৬ কোটি ১৫ লাখ টাকা। বাগমারায় এ পর্যন্ত মোট কর দাতার সংখ্যা ৬ হাজার ১ শত ৬০ জন। চলতি করবর্ষে নতুন কর দাতা হিসেবে যুক্ত হয়েছেন ৬শত ৯০ জন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন