ঢাকার সাভারের আশুলিয়ায় অভিযান চালিয়ে প্রায় ২ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিষ্ট্রিবিউশন কতৃপক্ষ। এসময় জব্দ করা হয়েছে নিম্নমানের পাইপ, রাইজার ও চুলাসহ অন্যান্য সরঞ্জামাদি।
সোমবার বিকেলে আশুলিয়ার দূর্গাপুর এলাকায় অভিযান পরিচালনা করেন তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানীর সাভার আঞ্চলিক ব্যবস্থাপক (বিপনন) আবু সাদাত মো. সায়েম।
তিনি জানান, আশুলিয়ার দূর্গাপুর এই এলাকায় চতুর্থবারের মত বিভিন্ন বাসা বাড়ির আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্নে অভিযান পরিচালনা করা হচ্ছে। এসময় প্রায় ৪ কিলোমিটার এলাকার ২ হাজার আবাসিক সংযোগ বিচ্ছিন্ন করা হয়। জব্দ করা হয়েছে অবৈধ গ্যাস সংযোগে ব্যবহৃত নিম্নমানের পাইপ, রাইজার ও চুলাসহ অন্যান্য সরঞ্জামাদি।
তিনি আরো জানান, এলাকাটি ঘনবসতি হওয়ায় এখানে বারবার অবৈধ সংযোগ প্রদান করছে একটি চক্র। এ চক্রের সাথেন্ধান করে নিয়মিত মামলা দায়ের করা হবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন