আদমদীঘি (বগুড়া) উপজেলা সংবাদদাতা : আদমদীঘির সান্তাহার প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক, সান্তাহার কারিগরি কলেজের প্রভাষক, ভোরের কাগজের আদমদীঘি প্রতিনিধি মো. তোফয়েল হোসেনের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে গত শুক্রবার সান্তাহার প্রেস ক্লাবে এক জরুরি বিশেষ সভা অনুষ্ঠিত হয়। প্রেস ক্লাবের সভাপতি গোলাম আমবিয়া লুলুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ক্লাবের সাধারণ সম্পাদক হারেজুজ্জামান, সাবেক সভাপতি রফিকুল ইসলাম মন্টু, সাংবাদিক খায়রুল ইসলাম, এম আর ইসলম রতন, আলম খান, মনসুর আলী, সাগর খান, মমতাজুর রহমান, নুর ইসলাম প্রমুখ্য। বক্তারা সাংবাদিক লিটনের বিরুদ্ধে মামলা সম্পূর্ণ রূপে ষড়যন্ত্রমূলক দাবি করে মামলা সুষ্ঠভাবে তদন্ত সাপেক্ষে প্রকৃত ঘটনা উৎঘাটন ও লিটনকে মামলা থেকে অব্যাহতি দেয়া দাবি জানান।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন