একবার নয় পর পর দুই বার আণবিক যুদ্ধের দামামা বাজিয়ে এবার ব্যালিস্টিক মিসাইলের উৎক্ষেপণ করল পাকিস্তান। তাদের উদ্দেশ্য সবার জানা। এটা করা হয়েছে প্রতিবেশি দেশ ভারতকে সতর্ক করার জন্য। কাশ্মীর নিয়ে যে কোনে পরিস্থিতি মোকাবেলায় যে পাকিস্তান প্রস্তুত তা বুঝিয়ে দেবার জন্যই এই পরীক্ষা চালানো হয়েছে। গত সোমবার ৬৫০ কিলোমিটার পর্যন্ত আঘাত হানতে সক্ষম পারমাণবিক অস্ত্রবাহী শাহীন-১ মিসাইলের পরীক্ষামূলক উৎক্ষেপণ করল পাকিস্তান।
পাকিস্তান সেনার মুখপাত্র মেজর জেনারেল আসিফ গফুর জানান, যুদ্ধকালীন পরিস্থিতিতে মিসাইলটির কার্যক্ষমতা কতটা তা খতিয়ে দেখতেই এই উৎক্ষেপণ। ইঙ্গিতে ভারতকে হুমকি দিয়ে তিনি আরও বলেন, ‘যে কোনও আণবিক হামলার বিরুদ্ধে প্রতিরোধ ও পাল্টা হামলার ক্ষমতা বজায় রাখাই আমাদের উদ্দেশ্য।’
প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে, প্রায় ৬৫০ কিলোমিটার পর্যন্ত নিখুঁতভাবে নিশানায় আঘাত হানতে সক্ষম পারমাণবিক অস্ত্রবাহী শাহীন-১ মিসাইলটি। ফলে পাকিস্তান অধিকৃত কাশ্মীর বা লাহোরে মোতায়েন করা হলে রাজধানী নয়াদিল্লিসহ ভারতের প্রায় সব শহর এই ক্ষেপণাস্ত্রের আওতায় চলে আসবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন