শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

কাপ্তাইয়ে প্রজনন স্বাস্থ্য বিষয়ক সভা

প্রকাশের সময় : ২৩ জুন, ২০১৬, ১২:০০ এএম

কাপ্তাই (রাঙ্গামাটি) উপজেলা সংবাদদাতা

রিপ্রোডাকটিভ হেলথ সার্ভিসেস ট্রেনিং এন্ড এডুকেশন প্রোগ্রাম (আরএইচ স্টেপ)-এর উদ্যোগে জনপ্রতিনিধিদের নিয়ে জনসচেতনতামূলক বাঙালহালিয়া কার্যালয়ে গতকাল বুধবার সকাল ১০টায় ‘যৌন ও প্রজন্ন স্বাস্থ্য’ সেবার মাধ্যমে কিশোর-কিশোরী, শি, যুবক-যুবতী এবং যে কোন বয়সী পুরুষ ও মহিলাদের চিকিৎসাসেবা প্রদান বিষয়ক সভা আরএইচস্টেপ, ইউবিআর প্রকল্প উপজেলা ম্যানেজার কাজী মুশফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় শিশুসহ সকল ধরনের মহিলা পুরুষের বিভিন্ন সমস্যা বিষয়ক ও সেবা নিয়ে আলোচনা করা হয়। উক্ত সভায় উপস্থিত থেকে বিভিন্ন মতামত প্রদান করেন সাংবাদিক কবির হোসেন, নজরুল ইসলাম লাভলু, প্রধান শিক্ষক জয়সীম বড়ুয়া, হেডম্যান মংধং মারমা, ইউপি সদস্য মাথুই মারমা,কারবারী থুইঅং মারমা, অধ্যক্ষ মীন দাংগ, ইমাম আবদুল মান্নান, ফরিদ হোসেন, পুরোহিত দীপংকর চক্রবতী ও ইউপি সদস্য জাহাঙ্গীর আলম প্রমুখ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন