শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

অপহরণের দেড় মাসেও উদ্ধার হয়নি লিটন

প্রকাশের সময় : ২৩ জুন, ২০১৬, ১২:০০ এএম

মঠবাড়িয়া (পিরোজপুর) উপজেলা সংবাদদাতা

মঠবাড়িয়ায় ভাড়ায় চালিত মোটরসাইকেলসহ অপহৃত চালক লিটন দফাদার (২৪) কে দেড় মাসেও উদ্ধার করতে পারেনি থানা পুলিশ। লিটন  মঠবাড়িয়া উপজেলার দেবীপুর গ্রামের আঃ রব দফাদারের ছেলে। এ ঘটনায় ১৫ মে লিটনের বড় ভাই আজাদ দফাদার মঠবাড়িয়া থানায় জিডি করেন। পরবর্তীতে অপহরণকারীদের সনাক্ত করে ২৭ মে থানায় একটি অপহরণ মামলা দায়ের করলে থানা পুলিশ মোটরসাইকেলসহ এজাহারভুক্ত ৩ আসামিকে গ্রেফতার করে। তবে রহস্যজনক কারণে নিখোঁজ লিটনকে থানা পুলিশ দেড় মাসেও উদ্ধার করতে পারেনি। মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, এঘটনায় এজাহারভুক্ত তিনজন আসামিকে গ্রেফতার করা হয়। নিখোঁজ লিটনকে উদ্ধারের চেষ্টা চলছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন