পঞ্চগড় জেলা সংবাদদাতা
ঘুষের বিনিময়ে সর্বনিম্ন দরদাতাকে কাজ না দিয়ে অন্য একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজ দেয়ার প্রতিবাদে পঞ্চগড়ের পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীকে অবরুদ্ধ করে রাখে স্থানীয় ঠিকাদাররা। পরে সহকারী পুলিশ সুপার কফিলউদ্দিন আহমেদের নেতৃত্বে পঞ্চগড় থানা পুলিশ এসে তাকে উদ্ধার করে। গত মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত বিক্ষুব্ধ ঠিকাদাররা পানি উন্নয়ন বোর্ডের গেটে তালা লাগিয়ে নির্বাহী প্রকৌশলী মিজানুর রহমানকে কার্যালয়ে আটকে রাখেন। এ সময় এই অফিসের কর্মকর্তা-কর্মচারীরা বাইরে বের হতে পারেন নি। তাদের অভিযোগ ঠিকাদারি প্রতিষ্ঠান গুডম্যানের কাছ থেকে ১৫ লক্ষ টাকা উৎকোচ নিয়ে সর্বনিম্ন দরদাতাকে কাজ না দিয়ে ওই প্রতিষ্ঠানকে কাজ দেয়ার পাঁয়তারা করছেন এই কর্মকর্তা। অফিস ও অভিযোগকারী ঠিকাদার প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, পঞ্চগড়ের নলকুড়ায় প্রায় ১ কোটি ৬০ লক্ষ টাকা ব্যয়ে করতোয়া নদীর তীর রক্ষা বাঁধের জন্য ইজিবি দরপত্র আহ্বান করা হয়। দরপত্র দাখিল ও উন্মুক্তকরণের তারিখ নির্ধারণ করা হয় ১৩ জুন। দরপত্র অনুযায়ী তিনটি প্যাকেজে ৬ জন করে ঠিকাদার অংশগ্রহণ করেন। এর মধ্যে ফরিদপুরের মেসার্স খন্দকার শাহীন এন্টার প্রাইজ পিসি বাদে ২৯% শতাংশ কমে সর্বোচ্চ সর্বনিম্ন দরদাতা হিসেবে কাজটি পান। কিন্তু দরপত্র মূল্যায়ন কমিটি পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মিজানুর রহমান, উপসহকারী প্রকৌশলী রবীন্দ্র চন্দ্র সোম ও ঠাকুরগাঁও পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ইকবাল হোসেন ১৫ লক্ষ টাকা উৎকোচ গ্রহণের মাধ্যমে দ্বিতীয় সর্বোচ্চ সর্বনিম্ন দরদাতা (১৪%) টাঙ্গাইলের ঠিকাদার মেসার্স গুডম্যান এন্টার প্রাইজের প্রোপাইটার মাহাবুব হোসেনকে কাজটি দেয়ার চেষ্টা করছেন। বিষয়টি জানাজানি হলে মঙ্গলবার সকালে মেসার্স খন্দকার শাহীন এন্টার প্রাইজের পঞ্চগড় প্রতিনিধি স্থানীয় ঠিকাদার শেখ কামরুজ্জামন মিলন, স্থানীয় ঠিকাদার ও তাদের লোকজন পানি উন্নয়ন বোর্ডের গেটে তালা লাগিয়ে দেন। মেসার্স খন্দকার শাহীন এন্টারপ্রাইজের পঞ্চগড় প্রতিনিধি স্থানীয় ঠিকাদার শেখ কামরুজ্জামন মিলন বলেন, আমাদের কাগজপত্র সব ঠিক আছে। কাজটি করার মতো সব ধরনের যোগ্যতা আছে। আমরা সর্বনিম্ন দরদাতা হয়েও ১৫ লক্ষ টাকার বিনিময়ে কাজটি অন্য প্রতিষ্ঠানকে দেয়ার ষড়যন্ত্র হচ্ছে। এদিকে পঞ্চগড় পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ও দরপত্র মূল্যায়ন কমিটির প্রধান মিজানুর রহমান বলেন, এর আগেও একবার দরপত্র আহ্বান করা হয়েছিল। কাজটি যাতে স্বল্প সময়ের মধ্যে দ্রুত সম্পন্ন করা যায় সে জন্য তিনটি প্যাকেজে কাজটি ভাগ করা হয়েছে। পিপিআর অনুযায়ী আইনের বাইরে যাওয়ার ক্ষমতা আমার নেই। এখনো কোন ঠিকাদারকে দেয়া হয়নি। কাজটি আন্ডার প্রসেসিং অবস্থায় রয়েছে। তিনি ১৫ লক্ষ টাকা উৎকোচ গ্রহণের কথা অস্বীকার করেন।
ইউএনওর গাড়ির ধাক্কায় পথচারী নিহত
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) গাড়ির ধাক্কায় ছলিম উদ্দিন (৭০) নামে এক বৃদ্ধা পথচারী নিহত হয়েছেন। গুরুতর আহত আরেকজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত ছলিম উদ্দিনের বাড়ি উপজেলার ভজনপুর ইউনিয়নের গিতালগছ গ্রামে। গত মঙ্গলবার শালবাহান রোডে পাথর শ্রমিকেরা একটি প্রতিবাদ সভায় এ ব্যাপারে ক্ষোভ প্রকাশ করেছে। জানা যায়, গত সোমবার বিকালে ছলিমউদ্দিন ও তার সাথে থাকা মেজার উদ্দিন (৫৫) বয়স্ক ভাতা উত্তোলনের জন্য একটি অটোরিকশায় ভজনপুর যাচ্ছিল। এ সময় তেঁতুলিয়া থেকে পঞ্চগড় আসা তেঁতুলিয়া উপজেলা নির্বাহী অফিসারের গাড়িটি অটোরিকশাটিকে ধাক্কা দেয়। গুরুতর আহতাবস্থায় ইউএনও শেখ মো. বেলায়েত হোসেন তাকে হাসপাতালে নিয়ে যান। চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় ছলিম উদ্দিন মারা যান।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন