শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

আড়াইহাজারে পৃথক সংঘর্ষে আহত ১৫

প্রকাশের সময় : ২৩ জুন, ২০১৬, ১২:০০ এএম

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় ক্রিকেট খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। ওই সময় একজন পল্লী চিকিৎসকের দোকানে হামলা করে ভাঙচুর ও লুটপাট করা হয়। গত মঙ্গলবার বিকেলে উপজেলার বালিয়াপাড়া বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে। জানা গেছে, বালিয়াপাড়ায় দুই গ্রুপ ক্রিকেট খেলার আয়োজন করে। গত মঙ্গলবার বিকেলে খেলা নিয়ে বিরোধের জের ধরে মোক্তার, আলী হোসেন ও গিয়াসউদ্দিন মিলে শফিকুর, জাকির, সৈকত, মোস্তফা ও পল্লী চিকিৎসক মনির হোসেনের উপর হামলা করে। এতে তারা আহত হয়। পরে পুলিশ মোক্তার ও আলী হোসেন নামের দুই জনকে আটক করে থানায় নিয়ে আসে। অপরদিকে একই দিন রাতে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের কল্যান্দী গ্রামে জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে ৫ জন আহত হয়। আড়াইহাজার থানার ওসি সাখাওয়াত হোসেন জানান, বালিয়া পাড়ার ঘটনায় দুই জনকে আটক করা হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন