কেন্দ্রীয় যুবলীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন খান নিখিল বলেছেন, যুবলীগের হারানো ভাবমূর্তি ফিরিয়ে আনতে কাজ করবে নতুন কমিটি। চলমান শুদ্ধি অভিযানে নতুন কমিটি সর্বাত্মক সহযোগিতা করবে। মাদকের ব্যাপারে কোনো ছাড় দেয়া হবে না। যুবলীগের কেউ মাদকের সঙ্গে যুক্ত প্রমাণিত হলে ব্যবস্থা নেয়া হবে। গত সোমবার বিকেলে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার দূর্গাপুর ইউনিয়নের হরিনা গ্রামে বাড়িতে যুবলীগের কমিটিতে শেখ ফজলে শামস পরশকে সভাপতি ও মাইনুল হোসেন খান নিখিলকে সাধারণ সম্পাদক নির্বাচিত করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, শেখ হাসিনার আস্তার যেনো প্রতিধান দিতে পারি সেজন্য সবাই দোয়া করবেন। রাজনীতি হচ্ছে মানুষের সেবা করা। যে নেতৃত্ব মানুষের উপর জুলুম করে সে রাজনীতি আমার নেত্রী করেনা আমিও করিনা।
দূর্গাপুর ইউনিয়ন আ.লীগের সভাপতি মাহবুব প্রধানের সভাপতিত্বে ও প্রকৌশলী কামরুজ্জামানের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন -মাঈনুল হোসেন খান নিখিলের চাচা প্রবীণ আ.লীগ নেতা মুকবুল হোসেন খান, মতলব দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সভাপতি গিয়াস উদ্দিন, মতলব উত্তর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাম্মেল হক, কেন্দ্রীয় যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আসাদুল হক আসাদ, চাঁদপুর জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মাহফুজুর রহমান টিটু প্রমুখ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন