শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

যুবলীগ কর্মী সন্দেহে প্রকৌশলীকে পিটিয়ে জখম

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প

পাবনা থেকে স্টাফ রিপোর্টার : | প্রকাশের সময় : ২৭ নভেম্বর, ২০১৯, ১২:০০ এএম


পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের একজন প্রকৌশলীকে যুবলীগ কর্মী সন্দেহে পিটিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষরা ।
গত সোমবার দিবাগত রাতে ঈশ্বরদীর ওভার ব্রিজ এলাকায় এই ঘটনা ঘটে। আহত প্রকৌশলী মাসুদ রানা (৩০) রাজশাহীর দুর্গাপুর থানা এলাকার মোকলেছুর রহমানের পুত্র। তিনি নিউকিøয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানীর একজন প্রকৌশলী ।
সূত্র জানায়, সোমবার দিবাগত রাতে ঈশ্বরদী ওভার ব্রিজের পশ্চিম পাশে ঈশ্বরদী যুবলীগের ২ নম্বর ওয়ার্ডে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয় এই সময় প্রকৌশলী মাসুদ রানা ঐ স্থান দিয়ে হেটে যাচ্ছিলেন , তিনি প্রাণ ভয়ে দৌঁড় দিলে বিবদমানপক্ষ তাকে যুবলীগ নেতাকর্মী সন্দেহে তার উপর চড়াও হয় ।

লাঠি-সোটা দিয়ে পিটিয়েগুরুতর জখম করা হয়। পরে উদ্ধার করে ঈশ্বরদী স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতাল সূত্র জানায়, মাসুদ রানার মাথা,ঘাড়, হাতে আঘাতের চিহ্ন আছে এবং শরীরে জমাট কালোশিটে রক্তের দাগ রয়েছে। সুস্থ্য হতে সময় লাগবে।

তার অবস্থার অবনতি হলে সোমবার দিবাগত রাত ১১ টার দিকে আহত প্রকৌশলীকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর কর হয়।

পাবনার ঈশ্বরদী থানার ওসি বাহাউদ্দীন ফারুকী বলেন, এই ঘটনায় থানায় এজাহার দায়ের হয়েছে।

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন