রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের বিলটাকাপোড়া ঈদগাহের সামনে থেকে জেএসসি পরীক্ষার্থী অপহরণের ঘটনা ঘটে।
উল্লেখ্য যে, গত ১৬ নভেম্বর উপজেলার নারুয়া ইউনিয়নের বিলটাকাপোড়া ঈদগাহের সামনের রাস্তার উপর থেকে জেএসসি পরীক্ষার্থী অপহরণ হয়। এ বিষয়ে ২৫ নভেম্বর ছাত্রীর মামী বাদী হয়ে বালিয়াকান্দি থানায় ৩ জনকে আসামী করে আরো অজ্ঞাতনামা ৪-৫জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এই ঘটনার রাজবাড়ী পুলিশ সুপার মিজানুর রহমানের নির্দেশ ক্রমে মামলার তদন্ত কারী কর্মকর্তা এস আই দীপন কুমার মন্ডল ও এস আই অংকুর কুমার ভট্টাচায্য সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে অপহৃত জেএসসি পরীক্ষার্থীকে মাগুরা সদর উপজেলা এলাকা থেকে ১১ দিন পর উদ্ধার করাসহ নারুয়া ইউনিয়নের পাটকিয়াবাড়ী গ্রামের মঞ্জু মোল্যার ছেলে রহিম মোল্লাকে গ্রেফতার করা হয়েছে।
বালিয়াকান্দি থানার ওসি একে এম আজমল হুদা জানান, অপহৃত জেএসসি পরীক্ষার্থীকে উদ্ধার করাসহ মামলার প্রধান আসামী রহিম মোল্লাকে গ্রেফতার করে বুধবার সকালে রাজবাড়ী আদালতে প্রেরণ করা হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন