শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

নেত্রকোনায় রচনা প্রতিযোগিতা

নেত্রকোনা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১ ডিসেম্বর, ২০১৯, ১২:০১ এএম

পরিবেশ রক্ষায় বাল্য বিবাহ রোধ ও মাদক মুক্ত সমাজ গঠন বিষয়ক রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়েছে। আইইডি ঢাকার সহযোগিতায় নেত্রকোণার বেসরকারী স্বেচ্ছাসেবী সংগঠন জন উদ্যোগ এ রচনা প্রতিযোগিতার আয়োজন করে।
জন উদ্যোগের ফেলো প্রেসক্লাব সম্পাদক শ্যামলেন্দু পালের সভাপতিত্বে উন্মেষ আদর্শ উচ্চ বিদ্যালয়ের হলরুমে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ সাংবাদিক সমিতি কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উন্মেষ আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী মো. আরিফুল ইসলাম রিপন। স্কুলের কোমলমতি শিক্ষার্থীদের মাঝে জনসচেতনতা সৃষ্টি লক্ষে বাল্য বিবাহ রোধ ও মাদকমুক্ত সমাজ গঠনের গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন বাংলাদেশ মহিলা পরিষদ নেত্রকোণা জেলা শাখার সম্পাদক তাহেজা বেগম এ্যানি, সাংবাদিক এ কে এম আব্দুল্লাহ, শিক্ষার্থী নুসরাত জাহান মীম ও ফারজানা আক্তার কান্তা।
পরে বিজয়ীদের মাঝে মূল্যবান বই উপহার প্রদান করা হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন