লক্ষ্মীপুর জেলা সংবাদদাতা
লক্ষ্মীপুরের চররুহীতা ইউনিয়নের নিকাহ রেজিস্ট্রারের বিরুদ্ধে ষড়যন্ত্র ও হয়রানি করার অভিযোগ উঠেছে। গত বুধবার দুপুরে লক্ষ্মীপুরের স্থানীয় একটি দৈনিক পত্রিকার কার্যালয়ে সাংবাদ সম্মেলন করে চররুহীতা ইউনিয়নের নিকাহ রেজিস্ট্রার আবদুল্লা আল মামুন বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বিচার শাখা-৭, আইন ও বিচার বিভাগ, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের ০৪/০২/১৬ তারিখের ৭/২এন-০১/২০০২(অংশ)-৬২ নং স্মারকের আলোকে ১১/০২/১৬ তারিখে জেলা রেজিস্ট্রার স্বাক্ষরিত আদেশে তাকে সদর উপজেলার ৪নং চররুহিতা ইউনিয়নের নিকাহ রিজিস্ট্রার হিসেবে নিয়াগ প্রদান করেন। নিয়োগ পাওয়ার পর থেকে তিনি যথারীতি নিকাহ রিজিস্ট্রার আইন অনুযায়ী কাজ শুরু করেন। তাকে স্থায়ীভাবে নিয়োগ প্রদানের পূর্বে একই এলাকায় অস্থায়ী নিকাহ রেজিস্ট্রার হিসেবে রফিকুল ইসলাম নামীয় ব্যক্তিকে দায়িত্ব দেয়া হয়েছিল। বাংলাদেশ গেজেট অক্টোবর ২০,২০১৩-এর বিধি ৬-এর অধীন আবদুল্লা আল মামুনকে স্থায়ী নিয়োগের পর উপবিধি ১-এর অধীন অস্থায়ী লাইসেন্স স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যায়। অস্থায়ী রেজিস্ট্রার রফিকুল ইসলামকে দায়িত্ব হইতে অব্যাহতি প্রদানের বিষয়টি জেলা রেজিস্ট্রারের কার্যালয় থেকে গত ১১/০২/২০১৬ তারিখে স্মারক নং-৬৮(৭)-এর মাধ্যমে অবহিত করা হয়। উক্ত আদেশ পাওয়ার পর থেকে ক্ষিপ্ত হয়ে রফিককুল ইসলাম তার বিরুদ্ধে নানারকম ষড়যন্ত্র শুরু করে তাকে হয়রানি করে আসছে বলে তিনি জানান।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন