ময়মনসিংহ আঞ্চলিক অফিস
ময়মনসিংহের আকুয়া চৌরাঙ্গীর মোড় এলাকায় গত বুধবার সন্ধ্যায় বন্ধুর পিস্তলের গুলিতে তৌহিদুল ইসলাম তরু (১৮) নামে এক বন্ধু নিহত হয়েছে। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, কয়েকজন বন্ধু মিলে আকুয়া চৌরাঙ্গীর মোড় এলাকার বন্ধু কেফায়েত উল্লাহ্র বাসায় আড্ডা দিচ্ছিল। এসময় কথা কাটাকাটির জের ধরে কেফায়েত উল্লাহ্ তার পিস্তল দিয়ে তৌহিদুল ইসলাম তরুকে গুলি করে। এসময় তরু ঘটনাস্থলেই মারা যায়। ওসি জানান, ঘটনার পর কেফায়েত উল্লাহ্র বাসায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে চেষ্টা চলছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন