স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা থেকে
সাতক্ষীরায় চলতি মৌসুমে সম্ভাব্য জলাবদ্ধতা দূরীকরণে আগাম প্রস্তুতি গ্রহণ ও বেতনা নদী খননের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ভুক্তভোগী মানুষ। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে সদর উপজেলার তুজলপুর কৃষক ক্লাব, মাছখোলা নারী উন্নয়ন সংগঠন এবং শিক্ষা সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা টিম সম্মিলিতভাবে এই কর্মসূচির আয়োজন করে। তুজলপুর কৃষক ক্লাবের সভাপতি ইয়ারব হোসেনের সভাপতিত্বে এই মানববন্ধন কর্মসূচিতে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কালাম আজাদ, সাংবাদিক কল্যাণ ব্যানার্জি, শ্রমিক নেতা শেখ হারুন-উর-রশিদ, স্বদেশের নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্ত, জেলা ভূমিহীন সমিতির সাধারণ সম্পাদক আলী নুর খান বাবুল, গবেষক শাহীন ইসলাম, জলাবদ্ধতা কবলিত এলাকার বাসিন্দা সাইদুর রহমান, রফিকুল ইসলাম, শিক্ষা, সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা টিমের আহ্বায়ক আসাদুল ইসলাম, মাছখোলা উন্নয়ন নারী সংগঠনের সভানেত্রী আশুরা বেগম প্রমুখ। মানববন্ধন কর্মসূচিতে সাতক্ষীরা পৌরসভা ও সদর উপজেলার বিভিন্ন গ্রামের শতাধিক মানুষ অংশ নেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন