শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

নলছিটিতে চা বিক্রেতার বসতঘর পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা

ঝালকাঠি জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩ ডিসেম্বর, ২০১৯, ৪:০৯ পিএম

ঝালকাঠির নলছিটিতে এক চা বিক্রেতার বসতঘর দুর্বৃত্তরা আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার রাত তিনটার দিকে শহরের টিঅ্যাডটি সড়কে অগ্নিকা-ের এ ঘটনা ঘটে। তবে ফায়ার সার্ভিস বলছে, বিদ্যুতের শটসার্কিকের মাধ্যমে আগুন লেগে মালামালসহ পুড়ে যায় বসতঘরটি।
ক্ষতিগ্রস্ত চা বিক্রেতা নাসির হাওলাদার জানান, রাত তিনটার দিকে বসতঘরের চারপাশ দিয়ে আগুন জ্বলতে দেখা যায়। দ্রুত পরিবারের লোকজন ঘর থেকে বের হয়ে যায়। মুহূর্তের মধ্যেই আগুনে মালামালসহ পুড়ে যায় বসতঘরটি। খবর পেয়ে নলছিটি ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। শত্রুতাবশত আগুন দিয়ে বসতঘরটি পুড়িয়ে দেওয়ার অভিযোগ করেন নাসির হাওলাদার। আগুনে ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন তিনি। তবে নলছিটি ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার গোলাম মোস্তফা জানিয়েছেন, বিদ্যুতের শটসার্কিটের মাধ্যমে আগুন লাগতে পারে ওই ঘরে। আগুনে বসতঘরটি পুড়ে গেছে, কোন মালামাল রক্ষা করা যায়নি বলেও জানান তিনি।
নলছিটি থানার পরিদর্শক (তদন্ত) আবদুল হালিম তালুকদার বলেন, এ ঘটনায় কোন অভিযোগ করেননি ক্ষতিগ্রস্ত ব্যক্তি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন