শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

ওসির সাহসিকতায় বাঁচলো ৩ শিশু

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৪ ডিসেম্বর, ২০১৯, ১২:০০ এএম

নোয়াখালীর কোম্পানীগঞ্জে আগুনে পুড়ে মৃত্যুর হাত থেকে ৩ শিশুকে রক্ষা করলেন কোম্পানীগঞ্জ থানা পুলিশের কর্মকর্তা।
জানা যায়, উপজেলার মুছাপুর ইউনিয়নের মালেক বাজারে গত সোমবার দিনগত রাত প্রায় ২টার সময় মুদি ও মনোহারী দোকানে আগুন লেগে ধাউ ধাউ করে জ্বলতে থাকে। ঘটনার সময় পুলিশের রাত্রীকালীন টহল পাহারা তদারকী করতে যাচ্ছিলেন কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আরিফুর রহমান। তিনি আগুন দেখে গাড়ি থেকে নেমে হ্যান্ডমাইক দিয়ে ডেকে স্থানীয় জনতাকে ঘুম থেকে জাগিয়ে তোলার চেষ্টা করেন। কয়েকজন গ্রামবাসী ঘটনাস্থলে এলেও জ্বলতে থাকা দোকান দুটিতে গ্যাস সিলিন্ডার থাকায় কেউ সাহস করে কাছে বিড়ছে না। এ সময় আগুন পাশের কয়েকটি রিকশা গেরেজের দিকে ধাবিত হচ্ছিল। দোকানে নুর আলম (৪), শুভ (৮), ইসমাইল (১৪), নামে তিনটি শিশু ঘুমন্ত ছিল। আগুনের লেলিহান শিখা দেখে ওসি আরিফুর রহামন নিজ উদ্যোগে সাহসীকতা ও সঙ্গীয় পুলিশ সদস্যদের সহায়তায় তাদেরকে উদ্ধার করে বাইরে নিয়ে আসেন। পরবর্তীতে এলাকার লোকজন এসে পানি ছিটিয়ে দীর্ঘক্ষণ চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হন।
এই বিষয়ে ওসি আরিফুর রহমান এ প্রতিবেদককে জানান, আমি একজন মানুষ হিসেবে ৩ শিশুকে উদ্ধার করেছি। যদিও এই কাজে অনেক ঝুঁকি ছিল? এটা ছিল আমার ইমানি দায়িত্ব ও কর্তব্য।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন