শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

গোদাগাড়ীতে সীমান্তে প্রবেশ করে দুই জেলেকে ধরে নিয়ে গেলো বিএসএফ

গোদাগাড়ী (রাজশাহী) সংবাদদাতা | প্রকাশের সময় : ৫ ডিসেম্বর, ২০১৯, ৭:৪৩ পিএম

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ফরহাদপুর নির্মলচরের নিচ হতে বাংলাদেশ সীমান্তে প্রবেশ করে আব্দুর রহিম (৫৫) ও ওমর আলী (৩২) দুই জেলেকে ধরে নিয়ে গেছে ভারতের টিকনা চর ক্যাম্পের বিএসএফ সদস্যরা। আটককৃত দুই জেলে প্রেমতলী কাঁঠাল বাড়িয়া গ্রামের আবু বক্কর ও মৃত মোশাররফ হোসেনের ছেলে।

মাটিকাটা ইউপির ১ নং ওয়ার্ড সদস্য মোঃ নয়ন আলী জানান, আটকৃত দুইজেলে বিকেল ৩ টার দিকে বাংলাদেশের ভিতর ফরহাদপুর সামাজিক বনায়নের নিকট নির্মল চর এলাকায় মাছ ধরে নিয়ে আসছিলো। এই সময় ভারতীয় বিএসএফ সদস্যরা বাংলাদেশ প্রবেশ করে তাদের টেনে হিচড়ে নিয়ে চলে যায়।

এই ঘটনা এলাকাবাসী প্রেমতলী বিজিবি ক্যাম্পেও জানাই। বাংলাদেশে বিএসএফ প্রবেশ করে ধরে নিয়ে যাওয়ায় এলকায় একধরের আতঙ্ক বিরাজ করছে।

সন্ধ্যায় প্রেমতলী বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার কে ঘটনায় বিষয়ে জানতে মোবাইল করা হলে তিনি বলেন,, আপনারা এই সংবাদ শুনলেও আমরা শুনিনি বলে দ্রুত মোবাইল কল কেটে দেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন