চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ২০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। রোববার বিমানবন্দরে দায়িত্বরত শুল্ক গোয়েন্দা বিভাগের সহযোগিতায় একটি নিরাপত্তা সংস্থার সদস্যরা এই চালানটি আটক করে।
এসময় যাত্রী মোহাম্মদ অহিদুল আলমকে আটক করা হয়েছে। তার বাড়ি হাটহাজারী উপজেলার চারিয়া এলাকায়। উদ্ধার স্বর্ণের ওজন দুই কেজি ৩৪০ গ্রাম। মূল্য প্রায় এক কোটি টাকা।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, দুবাই থেকে অহিদুল আলম বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৪৮ ফ্লাইটে শাহ আমানত বিমানবন্দরে আসেন। এটি ছিল কানেকটিং ফ্লাইট। গোপন সংবাদের ভিত্তিতে দোতলার বোর্ডিং লাউঞ্জে তল্লাশির সময় ওই যাত্রীর কাছ থেকে ২০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন