কলাপাড়া (পটুয়াখালী) উপজেলা সংবাদদাতা
পটুয়াখালীর কলাপাড়ায় সড়ক ও জনপথের জায়গা দখল করে তোলা হচ্ছে অবৈধ স্থাপনা। শেখ কামাল সেতুর পৌর শহর প্রান্তের নিচে একশ্রেণির প্রভাবশালীরা এসব স্থাপনা তুলে ব্যবসা-বাণিজ্য শুরু করেছে। ইতোপূর্বে ২০১৫ সালের ২১ অক্টোবর সাত দিনের সময়সীমা বেঁধে দিয়ে সওজ পটুয়াখালী বিভাগ এসব স্থাপনা উচ্ছেদের নোটিশ দেয়। কিন্তু কোন কিছুর তোয়াক্কা না করে ফের সড়ক ও জনপথ বিভাগের নাকের ডগায় তোলা হচ্ছে এসব অবৈধ স্থাপনা। জানা গেছে, উপ-বিভাগীয় প্রকৌশলী মো. ফরিদ উদ্দিন স্বাক্ষরিত একটি উচ্ছেদ বিজ্ঞপ্তি দেয়া হয়েছিল। কিন্তু তাতে কোন কাজ হয়নি। অপসারণ করা হয়নি একটি স্থাপনাও। এভাবে শুধু শেখ কামাল নয়। হাজিপুরে শেখ জামাল সেতুর নিচে রয়েছে বেশ কিছু স্থাপনা। মহিপুরে রয়েছে শতাধিক স্থাপনা। মূল সড়কটির অর্ধেকটাজুড়ে এসব অবৈধ স্থাপনার ফলে যানবাহন চলাচলে ব্যাহত হচ্ছে। এদিকে ওইসব স্থাপনার মালিকদের একদফা ক্ষতিপূরণ দিয়ে অপসারণ করা হয়েছিল। অথচ ফের ওইসব মালিকরা নতুন করে স্থাপনা তুলে ভাড়ায় খাটাচ্ছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এ বিষয়ে সওজের প্রকৌশলী হুমায়ুন কবির পান্না সাংবাদিকদের জানান, শীঘ্রই এসব স্থাপনা অপসারণে ব্যবস্থা নেয়া হবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন