নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় ব্যারিস্টার মওদুদ আহমেদ ঘোষিত বিএনপির কমিটির বিরুদ্ধে অবস্থান গ্রহণকারী পদবঞ্চিরা গত ১৩ নভেম্বর বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের বক্তব্য গতকাল প্রত্যাহার করে নিয়েছে বিক্ষুব্ধরা।
জানা যায়, গতকাল রোববার সকাল ১১টায় কোম্পানীগঞ্জ বসুরহাট বাজারে রহমানিয়া মার্কেটে এক সংবাদ সম্মেলন করে সাবেক কমিটির সাধারণ সম্পাদক নুরুল আলম সিকদার বলেন, গত ১৩ নভেম্বর আমাদের নেতা ব্যারিস্টার মওদুদ আহমদের দেয়া ঘোষিত কমিটির বিরুদ্ধে আমরা যে অবস্থান গ্রহণ করেছিলাম তাহা সম্পূর্ণরূপে প্রত্যাহার করে নিয়েছি। বিএনপি কেন্দ্রীয় নীতি নির্ধারক ও বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ তিনি আমাদের নেতা। ৬৯-এর আগ থেকে আগড়তলা ষড়যন্ত্র মামলা পরিচালনাকারী ব্যারিস্টার মওদুদ আহমদ এখন পর্যন্ত আন্তর্জাতিকভাবে বাংলাদেশের রাজনীতিতে প্রথমসারীর নেতা। মওদুদ আহমদের বিরুদ্ধে আমরা আবেগ বশবর্তি হয়ে যে কর্মসূচী গ্রহণ করেছি এবং অপ্রাসঙ্গীক বক্তব্য দিয়েছি তাহা সম্পূর্ণরূপে প্রত্যাহার করে নিয়েছি। তিনি যে সিদ্ধান্ত দিবেন তাহা আমরা মেনে নিব। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, উপজেলা যুবদলের সাংঠনিক সম্পাদক মেহেদী হাসান টিপু প্রমুখ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন