ত্রিশাল (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা
ত্রিশাল প্রেসক্লাব এবং ত্রিশাল সাহিত্য ও সাংস্কৃতিক সংসদের উদ্যোগে গত বৃহস্পতিবার প্রেসক্লাব মিলনায়তনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিশাল পৌরসভার মেয়র এবিএম আনিছুজ্জামান। ত্রিশাল প্রেসক্লাবের সভাপতি মুহাম্মদ আলমগীর কবীরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিশাল সদর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান আ জ ম মাসুদ আল আমিন (জাহিদ), ত্রিশাল রিপোর্টার্স ক্লাবের সভাপতি এটিএম মনিরুজ্জামান, ত্রিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও ত্রিশাল সাহিত্য ও সাংস্কৃতিক সংসদের চেয়ারম্যান এসএম হুমায়ুন কবীর, ত্রিশাল সাহিত্য ও সাংস্কৃতিক সংসদের ভাইস চেয়ারম্যান ও মাল্টিভয়েজের সম্পাদক সুমী সরকার, ত্রিশাল প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল কাদের কবীর, স্বপন সরকার, ফারুক আহমেদ প্রমুখ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন