শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

ঘুষ বাণিজ্যের অভিযোগে অপসারণ

প্রকাশের সময় : ২৫ জুন, ২০১৬, ১২:০০ এএম

ঝিনাইদহ জেলা সংবাদদাতা
সেচ সংযোগ প্রদান ও নতুন বৈদ্যুতিক লাইন নির্মাণের প্রতিশ্রুতি দিয়ে গ্রাহকদের কাছ থেকে টাকা নেয়ার অভিযোগে বরখাস্ত হয়েছেন ঝিনাইদহ পল্লী বিদ্যুতের এলাকা পরিচালক মোঃ ওয়ালিদ হোসন। তিনি ঝিনাইদহ পল্লী বিদ্যুতের ২নং এলাকার এলাকা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ঝিনাইদহ পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম মোঃ এমরুল হাসান মাসুদ জানান, সমিতি বোর্ড এলাকা পরিচালক ওয়ালিদের বিরুদ্ধে প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে আরবিট্রেশন কমিটি দিয়ে তদন্ত করে। কমিটি ওয়ালিদের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ সত্য বলে প্রমাণ পায়। গ্রাহকের কাছ থেকে টাকা নিয়ে ওয়ালিদ সমিতি বোর্ডকে বিতর্কিত করায় সমিতি বোর্ডের চেয়ারম্যানের অনুমোদনক্রমে তাকে ১৪৪ নং স্মারকে অপসারণ করা হয়। ঝিনাইদহ পল্লী বিদ্যুৎ সমিতির জিএম যুবরাজ চন্দ্র পাল জানান, এলাকা পরিচালক (মহেশপুর এলাকা) নির্বাচিত হওয়ার পর মোঃ ওয়ালিদ হোসেন এলাকার মানুষের কাছ থেকে সেচ সংযোগ প্রদান ও নতুন বৈদ্যুতিক লাইন নির্মাণের প্রতিশ্রুতি দিয়ে টাকা আদায় করতেন। বিষয়টি তদন্ত করে প্রমাণিত হয়। এজিএম আরো জানান, এলাকার মানুষ এ নিয়ে ঝিনাইদহ পল্লী বিদ্যুৎ সমিতিতে লিখিত অভিযোগ দেয়। দুর্নীতির সপক্ষে অডিও রেকর্ড রয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন