স্টাফ রিপোর্টার, সাভার থেকে
সাভারে বহুল আলোচিত রানা প্লাজা ধসের ৩৮ মাস পর বিচারের দীর্ঘসূত্রতা না করে সোহেল রানাসহ সকল দোষীদের সর্বোচ্চ শাস্তি প্রদান, ২০ রমজানের মধ্যে গার্মেন্ট শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে দুটি শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ। গতকাল শুক্রবার ধসে পরা রানা প্লাজার সামনে এ কর্মসূচি পালন করে বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতি ও গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরামের নেতাকর্মীরা। বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত শ্রমিক সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সভাপ্রধান তাসলিমা আখতার, সাধারণ সম্পাদক জুলহাসনাইন বাবু, প্রচার ও প্রকাশনা সম্পাদক দীপক রায় প্রমুখ। এসময় বক্তারা গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরামের নেতৃবৃন্দরা আগামী ২০ রমজানের মধ্যে সকল গার্মেন্টস শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের দাবি জানিয়েছেন। এছাড়া শ্রমিক নির্যাতন বন্ধসহ ২০ রমজানের মধ্যে শ্রমিকদের বেতন- বোনাস পরিশোধ করা না হলে সারা বাংলাদেশের শ্রমিকদের সাথে মালিকদের বিরুদ্ধে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। সামাবেশ শেষে ঢাকা-আরিচা মহসড়কে একটি মিছিল বের করেন নেতাকর্মীরা।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন