বোয়ালমারী (ফরিদপুর) উপজেলা সংবাদদাতা
নিখোঁজের দু’দিনপর বৃহস্পতিবার রাত সোয়া ৯টায় থানা পুলিশ ১১ সন্তানের জননী সানোয়ারা বেগম (৬২) নামে এক বৃদ্ধার লাশ নিজ বাড়ির ল্যাট্রিনের সেপটি ট্যাংক থেকে উদ্ধার করেছে। সানোয়ারা বেগমের বাড়ি ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সদর ইউনিয়নের রামনগর গ্রামে। স্বামীর নাম ধলা মিয়া শেখ। পুলিশ ধারণা করছে সানোয়ারা বেগমকে শ্বাসরোধে হত্যা করা হতে পারে। গতকাল শুক্রবার সকালে লাশ ময়না তদন্তের জন্য ফরিদপুর মর্গে পাঠিয়েছে। সানোয়ারা বেগমের স্বামী ধলা মিয়া শেখ জানান, গত মঙ্গলবার বিকেলে তিনি পাশের সৈয়দপুর বাজারে যান। সেখান থেকে রাত ১০টার দিকে বাড়িতে ফিরে এসে তার স্ত্রীকে পাননি। ওই দিন রাত থেকে বাড়ির আশপাশে ও গত বৃহস্পতিবার দুপুর পর্যন্ত আত্মীয়-স্বজনের বাড়ি তাকে খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি। ছেলে মজনু শেখ বলেন, তার বোন রাশিদা শ্বশুর বাড়ি থেকে বৃহস্পতিবার বিকেলে আমাদের বাড়িতে আসার পরে ঘরের পাশে খড়ের গাঁদার নিচে রক্তমাখা কাঁথা দেখতে পায়। পরে সন্দেহবশত ঘরের পাশে ল্যাট্রিনের সেপটি ট্যাংকের ঢাকনা খুললে সেখানে তার মাকে মৃত অবস্থায় পাওয়া যায়। শুক্রবার দুপুরে এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশ উদ্ধারকারি কর্মকর্তা এসআই কোবায়েদ হোসেন বলেন, এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ পায়নি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন