ইনকিলাব ডেস্ক : বিশ্ববিদ্যালয়ে এলএলবি অর্থাৎ আইন পরীক্ষা দেওয়ার পর পুরো ৪৭ বছর বাদে গত বৃহস্পতিবার সেই পরীক্ষায় প্রথম হওয়ার পুরস্কারস্বরূপ স্বর্ণপদক জিতে নিলেন রাজস্থানের অজিত সিং সিংভি। তার নিজের বয়স এখন একাশি, কিন্তু তাতে কী? রাজস্থান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জে পি সিংঘল জয়পুরে অশীতিপর মি. সিংভির হাতে এক অনুষ্ঠানে সেই স্বর্ণপদক তুলে দেন। পদকে লেখা ছিল, ১৯৬৯ এ বিশ্ববিদ্যালয়ে প্রথম হওয়ার জন্যই এই সম্মান। কিন্তু কেন পদক দিতে এত দেরি? এর কারণ হলো প্রথমে যখন পরীক্ষার ফল ঘোষিত হয় তখন অজিত সিং সিংভি প্রথম স্থান পাননি, পেয়েছিলেন দ্বিতীয় স্থান। কিন্তু অজিত সিং সিংভি মানতে পারেননি যে তিনি প্রথম স্থান পাওয়ার যোগ্য নন, বরং তার সম্পূর্ণ আস্থা ছিল যে প্রথম স্থানটি তারই পাওয়ার কথা। ফলে তিনি সোজা বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে মামলা ঠুকে দেন। সেই মামলা চলে বছরের পর বছর ধরে। ইতোমধ্যে মি. সিংভি আইএএস-র চাকরি থেকেও অবসর নিয়েছেন। জি নিউজ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন