শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

৫০ বছর বয়সে ২২ বছর বয়সীর সঙ্গে প্রেম অস্বাভাবিক : সোনাক্ষি সিনহা

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১১ ডিসেম্বর, ২০১৯, ১২:০২ এএম

সোনাক্ষি সিনহা তার অভিনয়ে ‘দাবাং থ্রি’র মুক্তি প্রতীক্ষায় আছে। তিনি জানিয়েছেন ৫০ বছর বয়সে ২২ বছর বয়সী কারও সঙ্গে প্রেমের দৃশ্যে অভিনয় তার কাছে অস্বাভাবিক লাগবে। যদিও একই চলচ্চিত্রে পঞ্চাশোর্ধ্ব সালমান খানকে ২১ বছর বয়সী সায়ি মাঞ্জরেকারের সঙ্গে প্রেম করতে দেখা যাবে। একটি সংবাদ পোর্টালের সঙ্গে আলাপকালে তিনি চলচ্চিত্রে বেশি বয়সী পুরুষ তারকাদের কমবয়সী অভিনেত্রীদের সঙ্গে প্রেমের দৃশ্যে অভিনয়ের বিষয়ে মন্তব্য করেন। তিনি জানান এই বয়সের পার্থক্য দিনে দিনে বাড়ছে। তিনি একসময় বলেন : “এভাবে যদি বলা হয়, ঈশান খাট্টারকে মাধুরী দীক্ষিতের সঙ্গে প্রেম করতে দেখলে কি অস্বাভাবিক লাগবে না?” “আমি জানি না। আমি এভাবে ভেবে দেখিনি,” তিনি বলেন। সালমানের ব্যাপারে তিনি বলেন এই বিষয়ে তাকেই জিজ্ঞাসা করা উচিত। তিনি বলেন,”তাকেই জিজ্ঞাসা করা উচিত। তরুণ দেখাবার জন্য তিনি কী খান, কী করেন তা তিনিই জানেন আর তাতে তিনি কম বয়সী মেয়েদের সঙ্গে অভিনয় করতে পারেন।” এব্যাপারে তার ভাবনা জানতে চাইলে তিনি বলেন : “আসলে ভাবিনি করণ এটা তো আমার পেশা, তাই না? এতো দীর্ঘসময় তিনি সফলভাবে ক্যারিয়ার বজায় রেখেছেন এজন্য তাকে অভিনন্দন। এতো আগ্রহ ও উৎসাহ নিয়ে কাজ করেন তা প্রশংসনীয়।” শেষ তিনি বলেন : সত্যি কথা বলতে আমার বয়স ৫০ হলে কোনও ২২ বছর বয়সী তরুণের সঙ্গে অভিনয় করা আমার কাছে অস্বাভাবিক মনে হবে?

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (5)
জামিল ১১ ডিসেম্বর, ২০১৯, ২:০৮ এএম says : 0
সিনেমায় এসব ব্যাপার না
Total Reply(0)
গোলাম কাদের ১১ ডিসেম্বর, ২০১৯, ২:০৮ এএম says : 0
সোনাক্ষি সিনহার সাথে আমি সম্পূর্ণ একমত
Total Reply(0)
নাবিল ১১ ডিসেম্বর, ২০১৯, ২:০৮ এএম says : 0
তবে সালমান খানের ব্যাপারটা একটু আলাদা
Total Reply(0)
প্রিন্স আপন ১১ ডিসেম্বর, ২০১৯, ২:০৯ এএম says : 0
আবারও বড় ধামাকা নিয়ে আসছে ‘দাবাং থ্রি’
Total Reply(0)
সোয়েব আহমেদ ১১ ডিসেম্বর, ২০১৯, ২:১০ এএম says : 0
সেটা সিনেমা দেখলেই বুঝা যাবে
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন