গতকাল মুক্তিপ্রাপ্ত ‘নুর’ চলচ্চিত্রটিতে সোনাক্ষি সিনহা একজন সাংবাদিকের ভ‚মিকায় অভিনয় করেছেন। এখন তিনি চলচ্চিত্রটির প্রচার কার্যক্রম নিয়ে ভীষণ ব্যস্ত। আর এ সময় নিয়মিত তাকে সাংবাদিকদের মুখোমুখি হতে হচ্ছে। বাস্তবে সাংবাদিক হলে তিনি কী করতেন এমন প্রশ্নেরও জবাব দিয়েছেন তিনি।
প্রচারের অংশ হিসেবে এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, “সাংবাদিক হলে আমি আমার বাবা (শত্রুঘন সিনহা) আর মি. অমিতাভ বচ্চনের সাক্ষাৎকার নিতাম। বাবার সাক্ষাৎকার নেবার শুরুতেই তাকে বলতাম ‘খামোশ’ বলে না শাসাতে যাতে আমি সাক্ষাৎকার নেয়া চালিয়ে যেতে পারি।”
চলচ্চিত্র জগতে তার অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে তিনি বলেন, “অভিনেত্রী হিসেবে আমি আমার ওজনের ব্যাপারে বরাবর প্রশ্নের সম্মুখীন হয়েছি। আমি নিশ্চিত যে আমি আরও অনেক দিতে পারব। আমি জানি আমি ভাল অভিনয় করেছি, ভাল নেচেছি আর দর্শকরা পর্দায় আমাকে পছন্দ করেছে।”
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন