শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

কলাপাড়ায় জাটকাসহ গ্রেফতার

কলাপাড়া (পটুয়াখালী) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ১১ ডিসেম্বর, ২০১৯, ১২:০০ এএম

 পটুয়াখালীর কলাপাড়ায় তিন হাজার কেজি জাটকাসহ মরিচ কালাম নামের এক মাছ ব্যবসায়ীকে গ্রেফতার করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় জাটকা পরিবহনের দায়ে তনু এন্টারপ্রাইজ নামের একটি ট্রাক জব্দ করা হয়। গতকাল শেষ বিকেলে কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কের বিসমিল্লাহ এন্টারপ্রাইজ নামের একটি তেলের পাম্পের সামনে থেকে এসব মাছ জব্দ করা হয়।

পুলিশ জানায়, কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার মুনিবুর রহমান ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) অনুপ দাশ পৌর শহরের তেলের পাম্প এলাকায় অভিযান চালিয়ে ট্রাকসহ জাটকা ইলিশ আটক করে। এ সময় পুলিশসহ ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে ট্রাকের লোকজন পালিয়ে গেলেও মরিচ কালাম নামের এক মাছ ব্যবসায়ীকে আটক করা হয়। পরে জাটকা ইলিশ বিভিন্ন এতিমখানা ও মাদরাসার ছাত্রদের মাঝে বিতরণ করা হয়। এ সময় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মনোজ কুমার সাহা উপস্থিত ছিলেন।

কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার মুনিবুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কালাম নামের একজন ও তিন হাজার কেজি জাটকাসহ একটি ট্রাক জব্দ করা হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন