মুন্সিগঞ্জের মালিরঅংক বাজার সংলগ্ন লৌহজং উপজেলার নির্মাণাধীন নতুন থানা ভবনের কলাম ধসে একজন নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়।
জানা যায়, গত বৃহস্পতিবার বিকেলে নির্মাণাধীন নতুন থানা ভবনের ঢালাই চলাকালীন সময়ে কলাম ভেঙে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা সঙ্গে সঙ্গে গুরুতর আহত একজনকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
খবর পেয়ে লৌহজং ফায়ার সার্ভিস ও পরে মুন্সিগঞ্জ সদরের ফায়ার সার্ভিসের যৌথ চেষ্টায় প্রায় ২ ঘন্টা পর ভবনে চাপা পড়া আরেকজন শ্রমিককে মৃত্যু অবস্থায় উদ্ধার করে। কলামের ত্রæটিপূর্ণ নকশা ও নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারে এ দুর্ঘটনার কারণ হিসাবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন