শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

প্রধান শিক্ষকের বিরুদ্ধে পাঠ্যপুস্তক বিক্রির অভিযোগ

বোয়ালমারীতে ২৪০ কেজি বই উদ্ধার

বোয়ালমারী (ফরিদপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৪ ডিসেম্বর, ২০১৯, ১২:০৩ এএম

উপজেলা ময়না এসি বোস ইন্সটিটিউশনের প্রধান শিক্ষক মোখলেচুর রহমান অরুনের বিরুদ্ধে মাধ্যমিক শিক্ষার পাঠ্যপুস্তুক কেজির দরে বিক্রির অভিযোগ পাওয়া গেছে। গত বৃহস্পতিবার বিকেলে খবর পেয়ে থানা পুলিশ এসি বোস ইন্সটিটিউশনের শিক্ষার্থীদের জন্য বরাদ্দ এক ভ্যান বিক্রয় নিষিদ্ধ পাঠ্য পুস্তুক উদ্ধার করে নিয়ে আসে।
এ ব্যাপারে এসি বোস ইন্সটিটিউশনের পরিচালনা পর্ষদের সদস্য ময়না গ্রামের পলাশ রাজবংশী জানান, প্রথমে ময়না গ্রাম পুলিশ মো. রেজাউলের মাধ্যমে জানতে পারি স্কুলের প্রধান শিক্ষক মোখলেচুর রহমান গত বৃহস্পতিবার ময়না গ্রামের হকার অদুতের কাছে ২০১৭ শিক্ষাবর্ষ থেকে ২০১৯ শিক্ষা বর্ষের ৬ষ্ঠ শ্রেণী থেকে ৯ম শ্রেণীর বিভিন্ন পাঠ্য পুস্তুক বিক্রি করেছে।
অদুত একটি ব্যাটারি চালিত ভ্যানে করে বই নিয়ে যাওয়ার সময় ময়না বারোয়ারী মন্দিরের সামনে পৌঁছেলে সেগুলো তিনি আটক করেন। এ ছাড়া কিছু বই অদুতের বাড়িতেও পাওয়া যায়। বইগুলির আনুমানিক ওজন প্রায় ২৪০ কেজি। তিনি থানায় খবর দিলে পুলিশ ওই বইগুলো জব্দ করে নিয়ে আসে।
হকার অদুত প্রধান শিক্ষকের কাছ থেকে বই কেনার কথা গণমাধ্যম কর্মীদের কাছে স্বীকার করেছে।
এব্যাপারে মাধ্যমিক সহকারী শিক্ষা অফিসার মো. রাকিবুল ইসলাম বলেন, স্কুলের বই বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ। অতিরিক্ত বই উপজেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে ফেরত দেয়ার বাধ্যবাধকতা রয়েছে। কেউ ফেরত না দিলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার সুযোগ রয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করা হবে বলে তিনি জানান। স্কুলের প্রধান শিক্ষক মোখলেচুর রহমান বলেন, বই বিক্রির কোন ঘটনা ঘটেনি। এসআই পলাশ জানান, বই উদ্ধার ও জিজ্ঞাসাবাদের জন্য বই ক্রেতা অদুতকে থানায় নিয়ে এসেছি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন