মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪, ০৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

বিশ্বব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক শফিউল আলম এখন কক্সবাজারে

বিশেষ সংবাদদাতা, কক্সবাজার | প্রকাশের সময় : ১৩ ডিসেম্বর, ২০১৯, ৯:০৩ পিএম

সাবেক মন্ত্রিপরিষদ সচিব ও বিশ্বব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক মোহাম্মদ শফিউল আলম স্বপরিবারে কক্সবাজার এসেছেন।চলতি বছরের ২৮ অক্টোবর মন্ত্রীপরিষদ সচিবের দায়িত্ব থেকে অবসর নেন।
১২ ডিসেম্বর তিনি স্বপরিবারে কক্সবাজার আসেন। তিনি কক্সবাজার জেলার উখিয়া উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের রুমখা পালং এর বাসিন্দা। তিনি গত ১ নভেম্বর থেকে নিউইয়র্কে বিশ্ব ব্যাংকের সদর দপ্তরে বিকল্প নির্বাহী পরিচালক হিসেবে যোগ দেন।
নিউইয়র্কে বিশ্ব ব্যাংকের সদর দপ্তরে বিকল্প নির্বাহী পরিচালক হিসাবে যোগদানের পর এই প্রথম তিনি নিজ জেলা কক্সবাজার সফরে আসলেন। বিশ্বব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক মোহাম্মদ শফিউল আলম শুক্রবার ১৩ ডিসেম্বর স্বস্ত্রীক কক্সবাজার পৌঁছালে কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন, পুলিশ সুপার এ.বি.এম মাসুদ হোসেন তাঁকে ফুল দিয়ে স্বাগত জানান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন