উল্লাপাড়া (সিরাজগঞ্জ) উপজেলা সংবাদদাতা
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ৭ বছরের শিশু ধর্ষণের ঘটনা ঘটেছে। গত বুধবার উপজেলার পঞ্চোক্রোশী ইউনিয়নের কাজীপাড়া গ্রামে ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় উল্লাপাড়া মডেল থানায় দায়ের হওয়া মামলা ৩ হাজার টাকায় আপোষ-মীমাংসার মাধ্যমে মামলা তুলে নেয়ার জন্য শুক্রবার রাতে গ্রাম্য সালিশে ধর্ষিতা পরিবারকে হুমকি দেয়া হয়েছে। এলাকাবাসী ও মামলা সূত্রে জানা যায়, গত বুধবার সকাল ১১টার দিকে উল্লাপাড়ার কাজীপাড়া গ্রামের আব্দুল গফুরের ছেলে রেজাউল করীমের স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেণীর ছাত্রী ৭ বছরের শিশুকন্যা বাড়ির পাশে খেলাধুলা করছিল। একই গ্রামের বাবর আলীর ছেলে লম্পট মনিরুল ইসলাম (২২) রেজাউল করীমের শিশুকন্যাকে কৌশলে আম খাওয়ানোর কথা বলে কাজীপাড়া গ্রামের ঈদগাহ মাঠের পাশে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় শিশুটির চিৎকারে লম্পট মনিরুল শিশুটিকে ভয় দেখিয়ে পালিয়ে যায়। এ ঘটনা শিশুটি তার পরিবারকে জানালে তার বাবা গত বৃহস্পতিবার বাদী হয়ে উল্লাপাড়া মডেল থানায় একটি অভিযোগ দায়ের করে। এদিকে থানায় ওই শিশু ধর্ষণের অভিযোগ দায়ের হওয়ার পর গত শুক্রবার ধর্ষিত শিশুর বাড়িতে বিষয়টি আপোষ-মীমাংসার নামে সালিশ বৈঠক বসে। গ্রামের নবনির্বাচিত ইউপি সদস্য লালচাঁদের সভাপতিত্বে ওই সালিশে ধর্ষকসহ ধর্ষকের পক্ষে অনেক প্রভাবশালী এ ঘটনায় ধর্ষককে ৩ হাজার টাকা জরিমানা করে। টাকা নিয়ে ধর্ষিতার পরিবারকে থানা থেকে মামলা তুলে নিতে সালিশকারকসহ প্রভাবশালীরা হুমকি দেয়। মামলা তুলে না নিলে ধর্ষিতা শিশুটির পরিবারকে পাল্টা মামলায় জড়ানোর হুমকিও দেয়া হয়। জানতে চাইলে মামলার তদন্ত কর্মকর্তা উল্লাপাড়া মডেল থানার উপ-পরিদর্শক মো.আলহাজ আলী বলেন, মামলাটি তদন্ত চলছে। তদন্ত শেষে ব্যবস্থা নেয়া হবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন