কাপ্তাই (রাঙ্গামাটি) উপজেলা সংবাদদাতা
কর্ণফুলী পেপার মিলস লিঃ (কেপিএম)-এর ছড়িয়ে ছিটিয়ে থাকা বিশাল সম্পত্তি প্রশাসনের অবহেলা, অনিয়ম, দুর্নীতির ফলে আজ বেদখল হয়ে যাচ্ছে। ধীরে ধীরে দখল করে নিয়ে বিভিন্ন দোকান, বসতবাড়িসহ স্থাপনা নির্মাণ করে বছরের পর বছর ভাড়া দিয়ে ভোগদখল করার অভিযোগ উঠেছে। বিভিন্ন অভিযোগের সূত্রে জানা যায়, কাপ্তাই নতুনবাজার কেপিএম টিলা পিডিবি হতে ২.৭৫ একর জায়গা লিজ নেওয়া হয়। বি এফ আইডিসি হতে চিপার হাউজে ৮.৬২ একর বাঁশকেন্দ্র ৭ একর এবং মুরগীর টিলা ২নং রূপলাইন ১.৫০ একর জায়গা লীজ নেয়া হয়। উল্লেখিত জায়গাগুলো কেপিএমের কিছু অসাধু শ্রমিক/কর্মচারী, কতিপয় সিবিএর যোগসাজসে শাখা প্রধানদের ম্যানেজ করে বহিরাগতদের নিকট বিক্রয় করে সরকারি জায়গা বেদখল করে নেয়। অভিযোগ উঠেছে কাপ্তাই নতুনবাজার টিলা বাজার সংলগ্ন হওয়ায় সেখানে বসবাসরত কেপিএমের কিছু অসাধু শ্রমিক/কর্মচারীদের ও কতিপয় সিবিএ নেতাদের ম্যানেজ করে দোকান বরাদ্দের নামে মোটা অংকের উৎকোচ নিয়ে জায়গা বিক্রয় করে আসছে। উল্লেখিত জায়গায় কেপিএমের ষ্টোর ছিল উল্লেখ্যযোগ্য। কেপিএমের একটি জায়গা কোর্ট হতে মামলা জিতে আনার পর কতিপয় কর্মচারী সংশ্লিষ্ট শাখা প্রধানদের মাধ্যমে লীজের নামে বরাদ্দ নিয়ে বিল্ডিং করে। মুরগীর টিলা রুপলাইন অনেক পূর্বেই ধীরে ধীরে তা দখল করে নেওয়া হয়। এভাবে কেপিএমের সরকারি সম্পত্তি দখল করে নেয়ায় আইন ও সম্পত্তি বিভাগের কর্মকর্তাদের যোগসাজশ রয়েছে বলে ধারণা করা হচ্ছে। সরকারি সম্পত্তি রক্ষার জন্য বিসিআইসি, শিল্প মন্ত্রণালয়সহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সরেজমিন তদন্তপূর্বক হস্তক্ষেপ প্রয়োজন। এ ব্যাপারে কেপিএম আইন ও সম্পত্তি বিভাগ জিএম প্রশাসনের সাথে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলে ফোন বন্ধ পাওয়া যায়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন