শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

৫শ’ টাকায় বউ বন্ধক

প্রকাশের সময় : ২৬ জুন, ২০১৬, ১২:০০ এএম

নীলফামারী জেলা সংবাদদাতা
নীলফামারীর সৈয়দপুর উপজেলার এক নিভৃত পল্লীতে এক নববধূকে ৫শ’ টাকায় পর পুরুষের কাছে বন্ধক রেখেছে স্বামী। হতভাগি সে নববধূর স্বামী হলেন লিটন আলী ওরফে ফকির (২৮)। জানা যায়, জেলার সৈয়দপুর উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের চওড়া বাজারের সংলগ্ন তেলীপাড়ার বাবর আলীর ছেলে ভ্যান চালক লিটন আলী ওরফে ফকির। সে ভালোবেসে দু’মাস আগে শিল্পী আখতার (১৯)-কে বিয়ে করে নিজ বাড়িতে নিয়ে আসে এবং স্বামী-স্ত্রী হিসেবে বসবাস শুরু করে। শিল্পী আখতারের বাড়ি নীলফামারী সদর উপজেলার চাপড়া ইউনিয়নের শুকান পুকুর এলাকায়। প্রতিবেশীদের অজান্তে গত বুধবার স্ত্রী শিল্পীকে ৫শ’ টাকার বিনিময়ে তার পিত্রালয়ের পাশের গ্রাম নাটুয়া পাড়ার কাঠুরিয়া ওলেমান মিয়ার (৩২) কাছে বন্ধক রাখে লিটন। তিন দিন পর গত শুক্রবার সন্ধ্যায় লিটন ওলেমানের কাছ থেকে স্ত্রীকে ফেরত আনতে গিয়ে ঘটে যায় বিপত্তি। শিল্পী তার স্বামী লিটনের ঘরে ফেরত না এসে বন্ধক গ্রহীতাকে স্বামী হিসেবে গ্রহণ করার দৃঢ় সংকল্প করায় ত্রিমুখী দ্বন্দ্বের সৃষ্টি হয়। আর তখনই ঘটনাটি এলাকায় চাউর হয়ে পড়ে। এ ব্যাপারে লিটন হোসেন জানান, শিল্পী আখতার আমার সাথে প্রায় দুই মাস থেকে ঘর সংসার করছে। সৈয়দপুর শহরের অদূরে ঢেলাপীরে তার পূর্বের স্বামী রয়েছে। স্বামী শিল্পীকে নির্যাতন করতো বলে সে আমার সাথে ভালবাসার সম্পর্ক তৈরি করে আমার বাড়িতে আশ্রয় নেয়। তবে আমি তাকে বিয়ে করিনি। তবে সে ৫শ’ টাকার বিনিময়ে ওলেমানের হাতে তুলে দেয়ার কথা স্বীকার করেন। এলাকার অন্য একটি সূত্র জানায়, লিটন খারাপ প্রকৃতির যুবক। সে ইতিমধ্যে বিয়ের নামে এ ধরনের অনেক ঘটনা ঘটিয়েছে। সে চট্টগ্রামে ভ্যান চালাতো। সেখানে স্ত্রী সন্তানসহ বাসা ভাড়া নিয়ে থাকে। ইউপি নির্বাচনের সময় স্ত্রী সন্তান রেখে বাড়িতে আসে। আগামী ২/১ দিনের মধ্যে স্ত্রী সন্তান গ্রামের বাড়িতে আসার কথা রয়েছে। আর তাই কৌশলে বিপতœীক কাঠুরিয়া ওলেমানের হাতে তুলে দেয় শিল্পীকে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন