কিশোরগঞ্জের হোসেনপুরে আহম্মদ কবিরাজের মেলা বন্ধের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় মাদরাসার ছাত্র-শিক্ষকরা। হোসেনপুর উপজেলার পুমদি ইউনিয়নের ভবের বাজার সংলগ্ন এলাকায় প্রতি বছর আহম্মদ কবিরাজের নামে মেলা হয়ে আসছিল। ইমাম সমিতির নেতারা দবি ঐ মেলায় নামে অসামাজিক কার্যকলাপ সংঘঠিত হচ্ছে। গত বুধবার সকালে হোসেনপুর-কিশোরগঞ্জ মহাসড়কের রামপুর এলাকায় মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীরা বিক্ষোভ-মিছিল শেষে মানববন্ধন করেন। মানববন্দনে শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন-উপজেলার গোলপুকুর পাড় দাখিল মাদরাসার অধ্যক্ষ, মাওলানা আব্দুল কাইযুম মামুন, উপজেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা আবুল কালাম ফারুকী, পৌর সদর মোরগ মহাল মসজিদের খতিব মাওলানা নাজমুল হক ফয়সাল, মওলানা আবুল ফাতাহ নুরুল্লাহ, মাওলানা কারিমুল্লাহ, মাওলানা এমদাদুল হক, মাওলানা আব্দুল বাছির, মুফতি আবুল কাশেম জুয়েল প্রমুখ। বক্তারা অনতিবিলম্বে আহম্মদ কবিরাজের মেলা বন্ধের জোর দাবি জানান।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন