রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

ঘন কুয়াশায় বঙ্গবন্ধু সেতুতে যান চলাচলে ধীরগতি

২০ কিলোমিটার দীর্ঘ যানজট

টাঙ্গাইল জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২১ ডিসেম্বর, ২০১৯, ১২:০১ এএম

ঘন কুয়াশায় বঙ্গবন্ধু সেতুতে ধীরগতিতে যান চলাচল করছে। এর ফলে অতিরিক্ত গাড়ির চাপে বঙ্গবন্ধু সেতু থেকে টাঙ্গাইলের রসুলপুর পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার এলাকা জুড়ে যানজটের সৃষ্টি হয়েছে।
এদিকে ঘন কুয়াশার কারণে সেতুতে সতর্কতার সাথে চলাচল করতে লিফলেট বিতরণ করছে পুলিশ।
গত বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে তীব্র কুয়াশা নেমে আসলে সেতুর উভয় পাশের টোলপ্লাজা হতে সীমিত আকারে যানবাহন ছাড়া হচ্ছে বলে জানিয়েছে সেতু কর্তৃপক্ষ।
এছাড়া ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু পূর্ব মহাসড়কের এলেঙ্গার ৩০০ মিটার অংশের সড়ক স¤প্রসারণ কাজ ও খানাখন্দের কারণে পরিবহনগুলো ধীরগতিতে চলাচল করতে হচ্ছে।
এ বিষয়ে বঙ্গবন্ধুসেতু পূর্ব থানার অফিসার ইনচার্জ কাজী আয়বুর রহমান বলেন, ঘন কুয়াশার কারণে সেতু এলাকায় পরিবহন ধীরগতিতে চলাচল করছে। তবে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন