শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

গোমতিতে বালি উত্তোলন নিয়ে বিভ্রান্তি

বুড়িচং (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২১ ডিসেম্বর, ২০১৯, ১২:০১ এএম

কুমিল্লার বুড়িচং উপজেলার গোমতি নদীর ১০টি স্পট থেকে বালি উত্তোলন সংক্রান্ত সংবাদে বিভ্রান্তি ছড়িয়েছে।
সরেজমিনে গতকাল বুড়িচং উপজেলার ইজারাকৃত বিভিন্ন স্পট পরিদর্শনকালে অবৈধভাবে বালি উত্তোলনের তেমন কোন দৃশ্য চোখে পড়েনি। তবে, বুড়িচং উপজেলার পূর্বহুড়া গ্রামের অধিবাসী অব. পুলিশ কর্মকর্তা মো. ফরিদ উদ্দীন কর্তৃক বিভাগীয় কমিশনারের কার্যালয়, চট্টগ্রাম এর ২৭/১১/২০১৯ খ্রি: তারিখের ০৫.৪২.০০০০.০২১.১২.০০৪.১৮.৮৭৬ নং স্মারকে উল্লিখিত ব্যক্তি কর্তৃক বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের চেয়ারম্যান মো. লালন হায়দারের বিরুদ্ধে গোমতী নদীর দুই পাশে প্রায় ১০টি বিভিন্ন অংশে ড্রেজার, ট্রলার ও ২৫/২৬ ইঞ্চি ডায়া পাইপের মাধ্যমে অনবরত অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ করেছেন মর্মে লিপিবদ্ধ হয়েছে। অথচ, আশ্চর্যজনক হলে ও সত্য যে- পূর্বহুড়া গ্রামের অবসর প্রাপ্ত পুলিশ কর্মকর্তা মো. ফরিদ উদ্দীন উক্ত অভিযোগকে সম্পূর্ণ মিথ্যে বলে তিনি আখ্যায়িত করেছেন। এছাড়া, উপজেলার কংশনগর, গোবিন্দপুরসহ বিভিন্ন স্পটে বর্তমানে বালি উত্তোলনের কোন দৃশ্য চোখে পড়েনি বলে জানান। তিনি এক বিবৃতিতে আরো বলেন- কে বা কারা সম্পূর্ণ তাঁর অগোচরে তার নাম ব্যবহার করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবরে ময়নামতি ইউনিয়নের চেয়ারম্যান মো. লালন হায়দারকে জড়িয়ে এহেন মিথ্যে অভিযোগ দায়ের করেন। এ সংক্রান্তে তিনি কোন অভিাযোগ দায়ের করেন নি মর্মে প্রতিবাদও দিয়েছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন