ল²ীপুরের রামগতি পৌরসভার ৭নং ওয়ার্ডের ঐতিহ্যবাহী খন্দকার বাড়ির আলহাজ মাস্টার মো. আবদুর রব খন্দকার ইন্তেকাল করেছেন (ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। তিনি গত শনিবার রাত সাড়ে ৮ টায় নিজ বাড়িতে ইন্তেকাল করেন। তাকে শেষ বারের মত দেখার জন্য তার বাড়িতে বিভিন্ন শ্রেণি পেশার হাজার হাজার লোক ছুটে আসে। তার বর্নাঢ্য কর্মময় জীবনে তিনি আলেকজান্ডার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা পেশা দিয়ে শুরু করেন এছাড়াও তিনি সমবায় আন্দোলনে জড়িত ছিলেন। এ সময় তিনি দক্ষতা ও সুনামের সহিত বৃহত্তর রামগতি কেন্দ্রীয় সমবায় সমিতি লি. এর সভাপতির দায়িত্ব পালন করেন। গতকাল রোববার সকাল সাড়ে ১১টায় আলেকজান্ডার সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
মৃত্যুকালে তিনি ২ ছেলে ৮ মেয়ে, নাতি, নাতনিসহ অসংখ্য আতœীয় স্বজন ও গুনগ্রাহী রেখে যান।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন