মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

ইএএলজি প্রকল্পের বার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত

নেত্রকোনা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৪ ডিসেম্বর, ২০১৯, ১২:০১ এএম

জেলা পর্যায়ে ইএএলজি প্রকল্পের আওতায় বার্ষিক সমন্বয় সভা গতকাল সোমবার নেত্রকোনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। কার্যকর ও জবাবদিহিমূলক স্থানীয় সরকার (ইএএলজি) প্রকল্পের সহযোগিতায় নেত্রকোনা জেলা প্রশাসন এ সভার আয়োজন করে।
নেত্রকোনার জেলা প্রশাসক মঈন উল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার ময়মনসিংহ বিভাগের পরিচালক (উপ-সচিব) মো. আব্দুল আলীম । সভায় মূল বক্তব্য উপস্থাপন করেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক জিয়া আহমেদ সুমন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইটি) আব্দুল্লাহ আল মাহমুদ, এলজিএসপি প্রকল্পের জেলা ফ্যাসিলিটর মাসুদ কবীর, ইএএলজি প্রকল্পের জেলা ফ্যাসিলিটর মো. আব্দুর রাজ্জাক। সভায় জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও প্রকল্প এলাকার উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগণ, প্রমুখ উপস্থিত ছিলেন। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এ কর্মসূচির আওতায় উপজেলার ৩শ’ ৪০ জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়। এদের মধ্যে ১শ’ ৩০ জন ভুট্টা চাষির মধ্যে বিঘা প্রতি কেজি হাইব্রীড কহিনুর বীজ, ২০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার, ২০ জন চিনাবাদাম চাষিকে বিঘা প্রতি ১ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার, ১শতজন সূর্য্যমূখী চাষিকে বিঘা প্রতি দেড় কেজি হাইসান বীজ, ডিএপি ২০ কেজি, এমওপি সার ১০ কেজি।

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন