শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

পটিয়ায় যৌতুক বিরোধী সমাবেশ উপলক্ষে সংবাদ সম্মেলন

পটিয়া (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৪ ডিসেম্বর, ২০১৯, ১২:০১ এএম

যৌতুক ও মাদক বিরোধী ১৩ দফা বাস্তবায়নসহ যৌতুক প্রথা উচ্ছেদের জন্য পটিয়ায় আঞ্জুমানে রজভীয়া নূরীয়া বাংলাদেশ পটিয়া উপজেলা ও পৌরসভার উদ্যোগে সংগঠনের চেয়ারম্যান পীরে ত্বরীক্বত খলিফায়ে দরবারে আ’লা হযরত আল্লামা আবুল কাশেম নূরী এর আহবানে যৌতুক ও মাদক বিরোধী এক সমাবেশ কাল বুধবার পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে গতকাল সোমবার এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আঞ্জুমানে রজভিয়া নূরীয়া বাংলাদেশ এর মহাসচিব ও ছনহর ইউপি চেয়ারম্যান এবং আইনজীবি আবদুর রশিদ দৌলতী। সংগঠনের অর্থ সম্পাদক জহির আহমদ এর সভাপতিত্বে সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি আহমদ হোসেন নিয়ামত, আরাফাত নূরী, নুরুল আলম রুবেল, আবদুর রহিম, মোহাম্মদ জুয়েল উদ্দীন, আবুল কাশেম, জয়নাল আবেদীন টিপু, জসীম উদ্দীন, শহীদুল ইসলাম, জানে আলম, আসহাব উদ্দীন মেম্বার প্রমুখ।

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন