শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

প্রতিপক্ষের হামলায় আহত ৫, হত্যা চেষ্টার অভিযোগে আটক ১

প্রকাশের সময় : ২৭ জুন, ২০১৬, ১২:০০ এএম

হাটহাজারী (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা

হাটহাজারীতে প্রতিপক্ষের হামলায় ৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। এ ঘটনায় মোঃ নুরুল ইসলাম বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করলে অভিযোগটি মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে। থানা পুলিশ মামলা রেকর্ড করে ঘটনার সাথে জড়িত মোঃ শাহআলম নামের এক ব্যক্তিকে আটকের পর তাকে পুলিশ আদালতে প্রেরণ করেছে। জানা যায়, হাটহাজারী পৌরসভার ফটিকা মেহেদী পাড়া ইয়ার আলী মিস্ত্রির বাড়িতে গত ১৭ জুন প্রতিপক্ষের হামলায় মোঃ নুরুল ইসলাম ও তার স্ত্রী সাজোয়ারা বেগমসহ অন্তত ৫ জন কম-বেশি আহত হয়। হামলাকারীরা বাদীর স্ত্রী সাজোয়ারা বেগমকে গলা টিফে হত্যা চেষ্টা চালানোর সময় উপস্থিত লোকজন এগিয়ে এসে সাজোয়ারা বেগমকে রক্ষা করে। আহতদের মধ্যে উল্লিখিত দুজনের আঘাত গুরুতর হওয়ায় উপজেলা মেডিকেলে ভর্তি করা হয়। এদিকে ওই বাড়িতে গত ২৫ মে এক ভয়াবহ অগ্নিকা-ের ঘটনা ঘটে। এতে বাদীর বসতঘরসহ ঘরের রক্ষিত যাবতীয় মালামাল পুড়ে যায়। তাছাড়া পার্শ্ববর্তী আরো কয়েকটি বসতঘর পুড়ে যায়। অগ্নিকা-ে ক্ষতিগ্রস্ত বসতঘর নির্মাণ করতে গেলে প্রতিপক্ষের লোকজন তাদের ওপর হামলা চালায়। এতে মোট ৫ জন আহত হয়। আহতদের মধ্যে দুজনের আঘাত গুরুতর। এ ঘটনায় মোঃ নুরুল ইসলাম ৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৪/৫ জনকে বিবাদী করে অভিযোগ দায়ের করেন। থানা পুলিশ অভিযোগ পেয়ে অভিযোগটি মামলা হিসেবে রেকর্ড করেন (মামলা নং ২৬)। এদিকে গত ২৪ জুন ২০১৬ এ ঘটনায় পুলিশ ৩নং বিবাদী সাজোয়ারা বেগমকে হত্যা চেষ্টাকারী মোঃ শাহআলমকে আটক করে আদালতে প্রেরণ করেছে। নুরুল ইসলাম বাদী হয়ে মামলা করার খবর পেয়ে বিবাদীগণ তার পরিবারসহ তাকে হত্যার করার হুমকি প্রদান করেছে। বর্তমানে তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় রয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন