শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

তিতাসে বিএনপির তফসিল ঘোষণা

তিতাস (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩১ ডিসেম্বর, ২০১৯, ১২:০১ এএম

কুমিল্লার তিতাস উপজেলা শাখা বিএনপির আসন্ন কাউন্সিল উপলক্ষে নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন নির্বাচন কমিশনার (আহবায়ক) মো. এমদাদ হোসেন আখন্দ। গতকাল উপজেলার গাজীপুরস্থ তিতাস নিবাস বিএনপির অস্থায়ী কার্যালয়ে (সুপার সিক্স) ছয়টি পদের সভাপতি, সিনিয়র সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক-১ ও সাংগঠনিক সম্পাদক-২-এর তফসিল ঘোষনা করা হয়েছে। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন (সদস্য সচিব) কমিশনার হাজী মো. মকবুল হোসেন, সদস্য মো. সেলিম মোল্লা, ডাঃ গোলাম মহিউদ্দিন জিলানী ও মো. বিল্লাল হোসেন মোল্লা। নির্বাচনী তফসিল পাঠে কমিশনার এমদাদ হোসেন আখন্দ বলেন, খসরা ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে ৩০/১২/১৯ইং। চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ৩১/১২/১৯ইং তারিখে। মনোনয়ন ফরম বিক্রি ও বিতরণ করা হবে ১/১/২০২০ হতে ৪/১/২০২০ইং পর্যন্ত। মনোনয়ন ফরম জমা দেয়া যাবে ২/১/২০২০ হতে ৭/১/২০২০ইং পর্যন্ত। মনোনয়ন ফরম যাচাই/বাছাই হবে ৮/১/২০২০ইং। মনোনয়ন প্রত্যাহার ও প্রতীক বরাদ্দ করা হবে ৯/১/২০২০ইং, ভোট গ্রহণ করা হবে ১৮ জানুয়ারি ২০২০ইং সকাল ১০ টা থেকে দুপুর ২টা পর্যন্ত। ভোট গ্রহণের স্থান উপজেলা সদর বিএনপি কার্যালয়। গাজীপুরস্থ তিতাস নিবাস অস্থায়ী কার্যালয় অথবা ঢাকার যে কোন এক স্থানে। তফসিলে আরো উল্লেখ করে যে একই পদে দুই প্রার্থী সম পরিমান ভোট পাইলে ওই দিনই দুই প্রার্থীর পূণরায় ভোট গ্রহণ করা হবে এবং তিতাস উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপি ও সকল অঙ্গসংগঠনের সদস্যগণই আসন্ন কাউন্সিলে ছয়টি পদে প্রার্থী হতে পারবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন